পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ স্বল্প সময় স্বল্প খরচে বেশী লাভ হওয়ায় ধান পাট গম আলু সরিষাসহ বিভিন্ন ধরনের সবজি চাষের পাশাপাশি ভুট্টা চাষে সাফল্য অর্জন করেছে জয়পুরহাটের পাঁচবিবির কৃষেকরা।
কম খরচে লাভ বেশি হওয়ায় ভুট্টা চাষে এগিয়ে আসছে অনেকেই। ভুট্টা চাষে সার, কীটনাশক ও শ্রমিক খরচ অন্যান্য ফসল চাষের চেয়ে তুলনামুলক কম।
উপজেলা কৃষি অফিসও কৃষকদের পরামর্শ ও বিভিন্ন সহযোগিতা দিয়ে যাচ্ছেন।
উপজেলার আয়মা গ্রামের কৃষক আনিছুর রহমান আনিছ সবমিলে ৭৫’ হাজার টাকা খরচ করে এবছর ৫ বিঘা জমিতে ভুট্টা চাষ করেন। আনিছ জমি থেকে ভুট্টা উঠানো শুরু করেছেন।
তিনি বলেন, বিঘা প্রতি (৪০-৫০) মন ভুট্টার ফলন হয়েছে। আমি সাধারণত ধান চাষের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজির চাষ বেশি করে থাকি এবছরই প্রথম ভুট্টার চাষ করেছি। ধান ও সবজি চাষের তুলনায় ভুট্টা চাষে লাভ বেশি।
উপজেলার বাগজানা ও ধরঞ্জী ইউনিয়নের কৃষেকরাও ব্যাপক ভুট্টার চাষা করেছেন। বিশেষ করে উভয় ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর পাড়ের জমিতে বেশি ভুট্টার চাষ করতে দেখা যায়।
ধরঞ্জী ইউপির বাগুয়ান গ্রামের কৃষক কেরামত বলেন, আমি যমুনা নদীর পাড়ের ৩ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছি ফলনো ভালো হয়েছে। বর্তমান ভুট্টার মন প্রতি বাজার মূল্য সাড়ে ৮'শ থেকে ৯'শ টাকা এমন দামে বিক্রি করতে পারলে খরচ বাদে আমি বেশ লাভবান হব।
পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান বলেন, উপজেলায় এবছর প্রায় ৪'শ বিঘা জমিতে ভুট্টার চাষবাদ হয়েছে।
আরও পড়ুনঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঈদুল আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.