মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ রাজশাহী-ঢাকা রুটে চলাচল করা আন্তঃনগর ট্রেন সমূহ, চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। সকাল ১০টা থেকে এ কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটিসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
কর্মসূচীর কারনে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী মল্লিকা কমিউটার ট্রেন স্টেশনে আটকা পড়ে প্রায় ৩০ মিনিট। সকাল ১০ টা ১৫ মিনিটের পরিবর্তে ট্রেনটি পনে ১১টায় রাজশাহী উদ্দেশ্যে ছেড়ে যায়।
কর্মসূচী চলাকালে বক্তব্য দেন, ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি নুরুল ইসলাম, কেন্দীয় জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, শিল্প ও বণিক সমিতির সহসভাপতি খাইরুল ইসলামসহ অনান্যরা।
কর্মসূচী থেকে দাবি জানানো হয় রাজশাহী নয়, চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে সকল আন্ত নগর ট্রেন চালু করার উদ্যোগ নিতে হবে। পরে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ও অনান্য সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্বারকলিপি প্রদান করেন।
স্টেশন মাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ জানান, রেলপথ অবরোধ কর্মসূচীর কারনে রাজশাহী গামী মল্লিকা কমিউটার ট্রেন সোয়া ১০টার পরিবর্তে পনে ১১ টায় ছেড়ে গেছে। তিনি আরও জানান,অবোরধ সম্পর্কে রেলওয়ে পশ্চিমাঞ্চলের উর্ধতন কর্মকর্তাদের জানানোর পর, আন্দোলনের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের দাবিদাওয়া নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার আহবান জানিয়েছেন।
আরও পড়ুন ৬ বছরেরও প্রত্যাহার হয়নি ওসি প্রদীপের হাতে নির্যাতিত সাংবাদিক ফরিদ মোস্তফার ৬ মামলা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.