মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের অরক্ষিত একটি নির্মাণাধীন ভবনের ৫ তলার ছাদ থেকে পড়ে আব্দুল হালিম (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ মে) উপজেলার উদয়পুর ইউনিয়নের জামিয়া হালিমিয়া মাদ্রাসা ও এতিমখানায় ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল হালিম নওগা জেলার সাপাহার থানার গোয়ালা গ্রামের আব্দুল ইউসুফ এর পুত্র।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, নিহত হালিম সহ তার অন্যান্য সহকর্মীরা সকালে মাদ্রাসার নির্মানাধীন ভবনের ৫ তলার উপর কাজ করছিল, হটাৎ অন্যান্য নির্মাণ শ্রমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের চেঁচামেচির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন একজন নির্মাণ শ্রমিক (হালিম) ভবনের ছাদ থেকে পড়ে গেছে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
কর্মরত শ্রমিকরা জানায়, প্রায় এক মাস যাবত তারা উপজেলার জামিয়া হালিমিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৫ তলা ভবনের নির্মাণ কাজ করছিলেন।
অসাবধানতাবশত হালিম ছাদ থেকে পড়ে নিহত হয়েছে।
তবে এ বিষয়ে মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি চৌধুরী সেলিম আহমেদ মুঠোফোনে প্রতিবেদককে জানান নওগার জেলার জৈনক এক ব্যক্তি প্রতিষ্ঠানটির ভবনের নির্মাণ কাজের সাব কনট্যাক্ট নেন। সে নওগাঁ থেকে শ্রমিক এনে ভবনটির নির্মাণের কাজ করছিল। সকালে খবর পেলাম একজন নির্মাণ শ্রমিক ভবন থেকে পড়ে মারা গেছে।
তবে মাদ্রাসার কোন শিক্ষক ও কর্মচারির কোন বক্তব্য পাওয়া যায়নি।
সংবাদকর্মীরা মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট এ বিষয়ে জানতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে যান এবং তারা বলেন “পুলিশ সবকিছু জানে তাদের কাছ থেকে জেনে নিন”।
অপরদিকে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা মর্গে প্রেরণ করা হয়েছে, পরবর্তী আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ সংবাদ লেখা পর্যন্ত নিহতের পরিবারের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক ।
Leave a Reply