মোঃ আব্দুস সামাদ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের ভান্ডারীপাড়া শ্রী শ্রী শিব মন্দির প্রাঙ্গণে বুধবার (১৪মে) বিকেলে আয়োজিত শ্রী শ্রী তারকব্রহ্ম মহাযজ্ঞানুষ্ঠান এক ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হচ্ছে। এই পুণ্যতিথিতে ধর্মপ্রাণ মানুষের ঢল নামে ঐতিহ্যবাহী এই মন্দির চত্বরে।
এই মহাযজ্ঞ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান পরিদর্শনে আসেন শৈলকুপা উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা পূণ্যার্থী ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মহাযজ্ঞের সার্বিক আয়োজন ঘুরে দেখেন। নেতৃবৃন্দ এই মহাযজ্ঞ উপলক্ষে আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন এবং ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মানিত সহ-সভাপতি রাকিবুল ইসলাম দীপু, ,পৌরছাত্রদলের আহ্বায়ক ইকবল হোসেন , স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন জোয়াদ্দার সহ আরও অনেকে।
এই মহাযজ্ঞ ঘিরে শিব মন্দির চত্বরে কয়েকদিনব্যাপী চলে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান, ভক্তিগীতি, প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা সভা। দূর-দূরান্ত থেকে শতাধিক ভক্ত-অনুসারী এতে অংশগ্রহণ করেন।
এই আয়োজন শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি এই অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত—যেখানে সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার চেতনায় একত্রিত হন।
আরও পড়ুনঃ মোল্লাহাটে অরক্ষিত নির্মানাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.