পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-পটিয়া থানায় দায়ের করা ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি দিদারুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বুধবার (১৪ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরের ডবলমুরিং থানার বাদামতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দিদারুল ইসলাম পটিয়ার আশিয়া মল্লাপাড়া এলাকার মৃত মোজাহের মিয়ার ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোজাফফর হোসেন জানান, দিদারুল ইসলামের বিরুদ্ধে পটিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টা সংক্রান্ত একটি মামলা রয়েছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
তার অবস্থান শনাক্ত করে বুধবার অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দিদারুল ইসলাম ঘটনার সময় পটিয়া এলাকায় উপস্থিত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব। পরে তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়।
আরও পড়ুনঃ ভান্ডারীপাড়ায় শ্রী শ্রী তারকব্রহ্ম মহাযজ্ঞানুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ
Leave a Reply