মোঃ আব্দুস সামাদ ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশে অনুপ্রবেশের সময় মহেশপুর সীমান্তে আটক ৫৯। ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী, পুরুষ ও শিশুসহ ৫৯ জনকে আটক করেছে বিজিবি।
সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সীমান্ত এলাকায় অভিযানে তারা ধরা পড়েন বলে বিজিবির ঝিনাইদহের মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজিবি বলছে, ভারত থেকে অনুপ্রবেশের তথ্য পেয়ে তারা অভিযান চালায়। এর মধ্যে শ্যামকুড় গ্রামের মাঝিপাড়া থেকে ২০ জন, খোশালপুর বিওপি এলাকা থেকে ১৩ জন, বেনীপুর সীমান্তের পিপুলবাড়িয়া গ্রাম থেকে ১৪ জন, বাঘাডাঙ্গা বিওপির হুদাপাড়া গ্রাম থেকে পাঁচজন ও লড়াইঘাট বিওপির শ্যামকুড় গ্রাম থেকে সাতজনকে আটক করা হয়।
এদের মধ্যে ২৬ জন শিশু, ২৫ জন পুরুষ ও ১৮ নারী রয়েছেন। তারা নড়াইল, সুনামগঞ্জ, যশোর ও ঢাকাসহ বিভিন্ন জেলার বাসিন্দা। বিজিবির পক্ষ থেকে মামলা করে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.