মালিকুজ্জামান কাকা
তারুণ্যের ভাবনা: শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার” শীর্ষক সেমিনার ও তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ আগামী ১৬ ও ১৭ মে খুলনায়। এই সেমিনার সফল করতে যশোর সদর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
লাল দিঘির পাড়স্থ যশোর জেলা বিএনপি কার্যালয়ে এই সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।এ সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান।
সভায় বক্তারা বলেন, দেশের তরুণ সমাজ আজ শিক্ষা, স্বাস্থ্য, চাকরি ও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত।
এসব দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে ১৬ ও ১৭ মে খুলনায় অনুষ্ঠিতব্য সেমিনার ও সমাবেশ তরুণদের মুক্তির আন্দোলনের মাইলফলক হয়ে উঠবে।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, শহিদুল বারী রবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ,
ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবারের এ সভা থেকে ১৬ ও ১৭ মে’র কর্মসূচিতে যশোর থেকে সর্বাত্মক অংশগ্রহণের ঘোষণা দেওয়া হয়।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে নড়বড়ে কাঠের ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে স্কুলে যায় শিশুরা
Leave a Reply