নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমান:
দিনাজপুরের বোচাগঞ্জে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় চারজনকে আটক করেছে বিজিবি বিরল বর্ডার গার্ড বিজিবি- ৯ জনকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক করে বিরল থানায় হস্তান্তর করেন। রোববার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দক্ষিন ছাতইল গ্রামের মো নজরুল ইসলামের ছেলে লাইছুর রহমান (২১), বিরল উপজেলার নাড়া বাড়ি গ্রামের মোঃ আমান উল্লাহর ছেলে আঃ কাদের (২৮), বিরল উপজেলার ফুলবাড়ি হাট বনগ্রাম এলাকার পুলেন চন্দ্র রায়ের ছেলে সুজন চন্দ্র রায় (১৮) ও বিরল উপজেলার দাসনগর এলাকার নিলামু রায়ের ছেলে সূর্য রায় (২২)। উল্লেখ্য যে, গত ১০ মে শনিবার দিবাগত গভীর রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্ত পরমেশ্বর পুর বিওপি ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩৩২/১ এস এর ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেতরা পাঁচ পাড়া গ্রামের ধানক্ষেত থেকে তাদের আটক করে টহলরত বিজিবি সদস্যরা। আটক কৃতদের বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা নং-৩,তাং- ১১-৫-২০২৫ ইং।
বলে জানা গেছে।
আরও পড়ুনঃ রাণীরবন্দরে সোনালী ব্যাংকের ১২৩৪তম শাখার উদ্বোধনে: ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সিইও শওকত আলী খান
Leave a Reply