মোঃ আব্দুস সামাদ: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় পাট চাষে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার মোট ৭৫ জন পাট চাষী অংশগ্রহণ করেন বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
উপজেলা পরিষদের হলরুমে সকাল ১০টা থেকে আরম্ভ হয়ে দিনব্যাপী চলা এই প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম।
এছাড়াও প্রশিক্ষণে জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কেএম আব্দুল বাকি ও উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুব আলম রনি উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম বলেন, “বর্তমানে সোনালী আঁশ পাটের গুরুত্ব দিন দিন হ্রাস পাচ্ছে। আধুনিক পদ্ধতিতে পাট চাষ বৃদ্ধি করতে না পারলে এ খাত সংকটে পড়বে। তাই আধুনিক চাষ পদ্ধতির মাধ্যমে পাটের উৎপাদন বৃদ্ধি করে জাতীয় গৌরব পুনরুদ্ধার করা প্রয়োজন।” প্রশিক্ষণে পাটের উন্নত জাত, সার ব্যবস্থাপনা, পোকামাকড় দমন এবং পাট পরবর্তী ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করা হয় বলে জানা যায়।
আরও পড়ুনঃ কালীগঞ্জে সাংবাদিক মোমিনুর রহমান মন্টুর পিতার ইন্তেকাল
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.