মোঃ আব্দুস সামাদ: ঝিনাইদহ সদরে বজ্রপাতে মৃত দুই কৃষকের পরিবার পেল তারেক রহমানের সহায়তার চেক। ঝিনাইদহে বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আর্থিক সহায়তার চেক পৌঁছে দেওয়া হয়েছে।
শনিবার (১০ মে) সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের কবরস্থানে ও গান্না ইউনিয়নের পশ্চিম বিষয়খালী গ্রামে সহায়তা প্রদান উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেসময় নিহত দুই কৃষকের কবর জিয়ারত শেষে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান কেন্দ্রীয় কৃষক দলসহ, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। এরপর সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে বজ্রপাতে প্রাণ হারানো অলিয়ার রহমানের স্ত্রী শিরিনা খাতুন ও মেয়ে অন্তরা খাতুন এবং সদর উপজেলার গান্না ইউনিয়নের পশ্চিম বিষয়খালী গ্রামে বজ্রপাতে প্রাণ হারানো মিরাজুল ইসলামের স্ত্রী সোহাগী বেগমের হাতে দুই লাখ টাকা করে তারেক রহমানের সহায়তার চেক প্রদান করা হয়।
এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএম মজিদ। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফর তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এবং কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ কৃষকদলের আহবায়ক ওমমান আলী ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান মোমিনসহ জেলা-উপজেলা
বিএনপির নেতা-কর্মীসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে সংক্ষিপ্ত কৃষক সমাবেশে অংশ নেন জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, এনামুল হক মুকুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফজলে এলাহি শিমুল, সদর উপজেলা বিএনপির সভাপতি আলমগীর হোসেন ও সদর উপজেলা বিএনপির সভাপতি কৃষকদলের আহবায়ক নুরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply