মোঃ আব্দুস সামাদ শৈলকুপা প্রতিনিধি:৷ শৈলকুপা উপজেলায় স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার (৮ মে) বিকেলে শৈলকুপা নতুন বাজারে শৈলকুপা বণিক সমিতির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শৈলকুপা বণিক সমিতির সভাপতি মোঃ আবু সাঈদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হোসেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ওয়ালিদ হাসান পিকু।
কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও শৈলকুপা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওসমান আলী বিশ্বাস।
সরকারি কমিশনার (ভূমি) মোঃ সিরাজুস সালিহীন। পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন বাবর ফিরোজ। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা ঠান্ডু। পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান বাবলু। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাকিবুল হাসান দিপু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কি। পৌর বিএনপির সহ-সভাপতি এটিএম শহীদুল ইসলাম বাবু।
পৌর বিএনপির সহ সাধারণ সম্পাদক মোঃ নজির উদ্দিন ভল্টা। শৈলকুপা নাগরিক কমিটির সভাপতি সাবেক অধ্যাপক আঃ মজিদ।
ঝিনাইদাহ চেম্বার অফ কমার্সের সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন। কবিরপুর বাজার দোকান মালিক সমিতির সভাপতি মোঃ আবুল কালাম। লাঙ্গলবাদ বাজার দোকান মালিক সমিতির সভাপতি। শ্রীপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরোক।
সভায় ব্যবসায়ীরা বলেন, গত ১৫ বছরে শৈলকুপার হাট-বাজারে তেমন কোনো অবকাঠামোগত উন্নয়ন হয়নি। তারা অ্যাটর্নি জেনারেলের কাছে হাট-বাজার উন্নয়নের জোর দাবি জানান।
এ সময় অ্যাটর্নি জেনারেল ব্যবসায়ীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের ন্যায্য দাবির ব্যাপারে যথাসম্ভব সহযোগিতা করার আশ্বাস দেন।
আরও পড়ুনঃ দিনাজপুরে পুলিশের অভিযানে অটো রিক্সা চোর চক্রের-৫ সদস্য আটক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.