তানিম আহমেদ নালিতাবাড়ি প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো সমাজকল্যাণ ফাউন্ডেশন-এর অঙ্গ সংগঠন ইয়ুথ পাওয়ার।
আজ, ৮ই মে (বৃহস্পতিবার), সকাল ১০:৩০ মিনিট থেকে বিকাল পর্যন্ত সরকারি নাজমুল স্মৃতি কলেজ ক্যাম্পাসে আয়োজিত হয় এক বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।
সমাজকল্যাণ ফাউন্ডেশন-এর সম্মানিত চেয়ারম্যান ডা: আরিফুল ইসলাম সুজন স্যারের সুযোগ্য সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নাজমুল স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব হাবিবুর রহমান স্যার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলংকৃত করেন নালিতাবাড়ী থানার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব সোহেল রানা স্যার। এছাড়াও, কলেজের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং ইয়ুথ পাওয়ারের নিবেদিতপ্রাণ সদস্যরা এই মহতী উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
ইয়ুথ পাওয়ারের এই প্রশংসনীয় উদ্যোগটি সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন – আমাদের সকল সম্মানিত অতিথি, নিবেদিতপ্রাণ আয়োজক, শুভাকাঙ্ক্ষী এবং স্বেচ্ছাসেবকদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় এই ক্যাম্পেইনটি একটি সফল পরিণতি লাভ করেছে।
রক্ত দিন, জীবন বাঁচান” – এই স্লোগানকে ধারণ করে ইয়ুথ পাওয়ার যে মানবিকতার পরিচয় দিয়েছে, তা নিঃসন্দেহে সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। এই ধরনের কার্যক্রম কেবল সচেতনতা বৃদ্ধিই করে না, বরং মুমূর্ষু রোগীর জীবন রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইয়ুথ পাওয়ারের এই মহতী উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং ভবিষ্যতে এ ধরনের আরও কল্যাণমূলক কার্যক্রমের জন্য তাদের প্রতি শুভকামনা জ্ঞাপন করি।
আরও পড়ুন ইউএনও রাসেল ও সহযোগীদের শাস্তির আওতায় আনতে স্মারকলিপি প্রদান
Leave a Reply