নিজস্ব প্রতিবেদক:দিনাজপুরের বিরল উপজেলায় আশান্বিত ইরি-বোরো ধান কাটার উদ্বোধন করলেন অন্তর্বর্তী সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ)।
উল্লেখ্য যে,
দিনাজপুর অঞ্চলে গত দুই যুগের তুলনায় এবার সর্বোচ্চ ইরি-বোরো ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে। ফলন দেখে কৃষক হাসিমুখে উজ্জীবিত হয়ে উঠেছে।
কৃষকরা বলছেন- ফ্যাসিবাদী যুগের অবসানের পর এবার যেন আল্লাহর রহমত নেমে এসেছে। উপদেষ্টার অংশগ্রহণের বিষয়টি কৃষকদের মাঝে সাড়া ফেলেছে। বিদ্যুতের লোডশেডিং না থাকাকে ইরি-বোরো আবাদে অনেক কম খরচ হওয়ার কথা জানিয়েছেন কৃষকরা।
এসময় উপস্থিত দিনাজপুরের সকল প্রকার প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছারাও উপস্থিত ছিলেন বিরল কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। বিরল উপজেলা প্রশাসনের দায়িত্ববান কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও বিরলের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জনাব ইস্তিয়াক আহমেদ এবং প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
Leave a Reply