মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর :
শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে ভেজাল বিরোধী অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৮০হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬মে) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ডাদেশ প্রদান করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মোহাম্মদ নাহিদুল ইসলাম।
জানা গেছে,মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মোহাম্মদ নাহিদুল ইসলাম সঙ্গীয় পুলিশ নিয়ে স্থানীয় ঝগড়ারচর বাজারে ভেজাল বিরোধী অভিযানে নামেন। এসময় ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী মরিচের গুড়ার সাথে রং মিশিয়ে ভেজাল মরিচের গুড়া প্রস্তুতের জন্য একটি প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের জন্য একটি রেস্টুরেন্টকে ৫০হাজার টাকা এবং ভেজাল ঘন চিনি ও রং মেশানোর জন্য একটি বেকারীকে ২০হাজার টাকা সহ তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মোহাম্মদ নাহিদুল ইসলাম এই বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসকে জাবেদ আহম্মেদ স্যারের নির্দেশে ও পরামর্শে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের হাতে ৩ বাংলাদেশী আটক!
Leave a Reply