মোঃ আব্দুস সামাদ:
কালীগঞ্জ থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জামিনুর রহমান নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে।
জামিনুর রহমান দীর্ঘদিন ধরে পলাতক ছিল বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার সময় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বছিলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বুজরুক মুন্দিয়া গ্রামের দীন আলীর ছেলে জামিনুর। তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় রয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার জানান, এসআই মো. তকিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সফলভাবে অভিযান পরিচালনা করে।
জানা গেছে, জামিনুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। পুলিশ গোপন সূত্রে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে। আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত হওয়ার পর থেকে জামিনুর পলাতক ছিল।
আরও পড়ুনঃ বর্ষসেরা আইনজীবী আশরাফুল আলমকে কালীগঞ্জ জামায়াতের সংবর্ধনা।
Leave a Reply