মোঃ লিটন হোসেন জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে প্রাথমিক শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শৈলকুপা আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ও জামায়াতের জেলা শূরা এবং কর্ম পরিষদের সদস্য মুহাদ্দিস রবিউল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক এ এস এম মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল আলিম এবং জেলা শিক্ষা বিভাগের দায়িত্বশীল অধ্যাপক আলফাজ উদ্দিন।
সভায় উপজেলার পৌরসভাসহ ১৪টি ইউনিয়নের শতাধিক নির্বাচনী কমিটির সদস্য অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের সাংগঠনিক প্রস্তুতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং দায়িত্ব-কর্তব্য পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।
জনগণের ভোটাধিকার নিশ্চিতে সহানুভূতিশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, “ভোটারদের যেন নির্বিঘ্নে কেন্দ্রে যেতে কোনো প্রতিবন্ধকতা না থাকে, সে জন্য প্রত্যেককে দায়িত্বশীল থাকতে হবে।”
অনুষ্ঠান সঞ্চালনা করেন শৈলকুপা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মোয়াজ্জেম হোসেন।
আরও পড়ুনঃ ইসলামপুরে ৬নং ওয়ার্ড তাঁতীদলের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.