মোঃ লিটন হোসেন ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৬ নং সারটিয়া ইউনিয়নের কাতলাগাড়ি গার্লস হাই স্কুলের সামনে থেকে একাধিক সরকারি গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গুরুত্বপূর্ণ এই এলাকায় প্রকাশ্যে গাছ কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিলেও প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষা অফিসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।
স্থানীয়রা অভিযোগ করেছেন, দিনের আলোতেই সরকারি গাছ কাটা চলছে, অথচ প্রশাসন কিংবা বনবিভাগের কেউ ঘটনাস্থলে উপস্থিত হননি। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এছাড়া, ইউনিয়ন শিক্ষা অফিসের দায়িত্বে অবহেলার অভিযোগও উঠেছে। কিছুদিন আগেও ২ নং মির্জাপুর ইউনিয়নের কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ে গাছ কাটার অনুরূপ অভিযোগ উঠেছিল, সেখানেও শিক্ষা অফিস কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। ফলে একের পর এক এমন ঘটনা ঘটেই চলেছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার কারণেই পরিবেশ ও সরকারি সম্পদ আজ চরমভাবে হুমকির মুখে পড়েছে। তারা দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
Leave a Reply