মালিকুজ্জামান কাকা
পুলিশ সুপার রওনক জাহান প্রশাসনিক কর্মস্বর সদা মহান
মেয়েটি সাহসী বীর বাঙালি শিষ্ট বটে প্রতিনিধি অগ্রগামী শস্য শ্যামলা নারী ওর সাথে নেই সাধু জনতার মোটে আড়ি কর্মজীবি গর্ব ললনা বঙ্গী সবুজ ছায়াতটে পুলিশ ফোর্স এক্সেম প্লারি গুড সার্ভিস ব্যাজ সূর্যাভায় অদম্য ম্যানগ্রোভ ব্যাঘ্র তারুন্যে আজ।
দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতি স্বরূপ যশোরের পুলিশ সুপার রওনক জাহান ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ–২০২৪’–এ ভূষিত হয়েছেন।
বৃহস্পতিবার (১ মে ২০২৫) ঢাকায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএম কর্তৃক ব্যাজ প্রদান অনুষ্ঠানে যশোরের এই পুলিশ সুপারের হাতে পুরস্কার তুলে দেন।
একই অনুষ্ঠানে পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যদের এই সম্মাননা দেওয়া হয়।
এই বিশেষ সম্মাননায় ভূষিত হওয়ায় যশোর জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট মহলে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কর্মকাণ্ডে সুস্পষ্ট নেতৃত্ব, নিষ্ঠা ও পেশাদারিত্বের জন্য পুলিশ সুপার রওনক জাহান এই স্বীকৃতি অর্জন করেন।
আরও পড়ুন বকশীগঞ্জে নদীতে অবৈধ বাঁধ অপসারনে বাধা দেওয়ায় ২ জনের কারাদণ্ড
Leave a Reply