জামাল উদ্দীনঃ বাংলাদেশ-ভারত সীমান্তে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল২০২৫) চুয়াডাঙ্গার একটি সীমান্ত পয়েন্টে বাংলাদেশি এক কৃষককে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার সময় দুইজন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হাতে আটক হন।
এ সময় ওই দুই বিএসএফ সদস্য বিজিবির পা ধরে ক্ষমা চান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ভারতীয় সীমান্তরক্ষীরা অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে এবং স্থানীয় এক কৃষককে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিকটবর্তী বিজিবি ক্যাম্পের সদস্যরা। স্থানীয় জনতা ও বিজিবি সদস্যদের তৎপরতায় দুজন বিএসএফ সদস্যকে অস্ত্রসহ আটক করা সম্ভব হয়। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়—আটক বিএসএফ সদস্যরা বিজিবির কাছে ক্ষমা প্রার্থনা করছেন এবং তাদের ছাড় দেওয়ার অনুরোধ করছেন।
পরবর্তীতে বিজিবি কর্তৃপক্ষ কূটনৈতিক প্রটোকল অনুসরণ করে আটক বিএসএফ সদস্যদের ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। বিষয়টি নিয়ে সীমান্তে সাময়িক উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর সীমান্তে বিজিবির সক্রিয়তা ও কর্তৃত্ব বেড়েছে। দীর্ঘদিন ধরে বিএসএফের একচ্ছত্র প্রভাব থাকলেও বর্তমানে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। এই ঘটনার প্রেক্ষিতে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
আরও পড়ুনঃ শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জামাদি ধ্বংস,দুই ব্যক্তির কারাদন্ড
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.