তানিম আহমেদ নালিতাবাড়ী প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কালিনগর বাইপাসের ধারে খোলা আকাশের নিচে বেড়ার তৈরি একটি জীর্ণ, অস্থায়ী কুঁড়েঘরে অত্যন্ত কষ্টে জীবনযাপন করছেন নবিরন ও সোরাব আলি নামের এক অসহায় দম্পতি। জীবনের কঠিন বাস্তবতায় সর্বস্ব হারানো এই প্রবীণ দম্পতি এখন এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি।
এই অসহায় দম্পতির করুণ দুর্দশার চিত্র দেখে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় মানব কল্যাণ সংস্থা 'ইনসাফ'। সংস্থাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ী জানিয়েছেন, 'ইনসাফ' নবিরন ও সোরাব আলির জন্য একটি স্থায়ী ঘর নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে।
তবে, এই মহৎ উদ্যোগে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে উপযুক্ত জমির অভাব। 'ইনসাফ' কর্তৃপক্ষ জানিয়েছে, নিজস্ব জমি না থাকায় এই মুহূর্তে তারা নির্মাণ কাজ শুরু করতে পারছেন না। এমতাবস্থায়, সংস্থাটি মানবিক দিক বিবেচনা করে সরকারের কাছে জমি বরাদ্দের আবেদন জানিয়েছে। যদি সামান্য পরিমাণ খাস জমি পাওয়া যায়, তবে 'ইনসাফ' দ্রুততম সময়ের মধ্যেই অসহায় দম্পতির জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল তৈরি করে দিতে প্রস্তুত।
এদিকে, সহায়-সম্বলহীন নবিরন ও সোরাব আলি বাঁচার শেষ আশা নিয়ে সরকারের কাছে আকুল মিনতি জানিয়েছেন। তারা প্রত্যাশা করছেন, সরকার যেন তাদের জন্য একখণ্ড খাস জমি বরাদ্দ করে এবং একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দেয়। তীব্র শীত ও গ্রীষ্মের অসহ্য কষ্ট সহ্য করতে না পারা এই অসহায় দম্পতি এখন একটি স্থায়ী ঠিকানা এবং একটু শান্তিতে ঘুমানোর স্বপ্ন দেখছেন। তাদের এই কঠিন পরিস্থিতিতে সরকারের সহানুভূতি ও সাহায্যই হতে পারে নতুন জীবনের দিশা।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে চুরি হওয়া গরুসহ দুই চোর গ্রেফতার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.