মোঃহোসেন শাহ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে পহেলা মে মহান শ্রমিক দিবস উপলক্ষে পৌর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি আলহাজ রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা খোকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, পৌর বিএনপির সহসভাপতি ডা: শাহিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ও শহিদুর রহমান প্রমুখ।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন এর সঞ্চালনায় পৌর বিএনপির সহসভাপতি হাসানুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আলাল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হোসেন শাহ ফকির, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান বিশাল, ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্ববায়ক মিঠুন মিয়া, পৌর ছাত্রদলের সদস্য সচিব শান্ত,তাঁতী দলের আহ্বায়ক আসাদুজ্জামান মাস্টার, পৌর মৎস্যজীবি দলের সদস্য সচিব নুরুল ইসলাম, মহিলা নেত্রী কাপাসী ও রেখা সহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রস্তুতি সভায় শ্রমিক দিবসের কর্মসূচি সফলভাবে পালন এবং শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। নেতৃবৃন্দ দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুনঃ যশোরে যৌতুকের দাবিতে স্বামী শাশুড়ির গৃহবধূকে হত্যার চেস্টা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.