মোঃ লিটন হোসেন ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ে গাছের ডাল কেটে বিক্রির ৩৩০০০ হাজার টাকা স্কুলে সভাপতি নামে একটি অভিযোগ উঠেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুজ্জামান (হীরক) জানান, গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বহিরাগত কয়েকজন যুবক বিদ্যালয়ের গাছের ডাল কাটার অনুমতি চেয়ে আবেদন করেন। প্রধান শিক্ষক সেই আবেদন বাতিল করে দেন।
কিন্তু অভিযোগ রয়েছে, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মামুনুর রশিদ (যুক্তি) -এর নেতৃত্বে শনিবার (২৭ এপ্রিল) বহিরাগত কয়েকজন যুবক কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে তা ৩৩,০০০হাজার টাকায় বিক্রি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিক্রির পর বিদ্যালয়ের মাঠে কিছু মাটি ভরাট ও কয়েকটি গাছে চুন-রং করার কাজ সম্পন্ন হয়। এসব খাতে ৬ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে। অবশিষ্ট ২৭ হাজার টাকা মধ্যে ৬ হাজার টাকা ৫০০ শত টাকা বিদ্যালয়ের ফান্ডে জমা হয়েছে বলে দাবি করা হলেও, এখনো কোনো লিখিত বা ব্যাংক ডিপোজিটের প্রমাণ উপস্থাপন করা হয়নি।
অবশিষ্ট ২০ হাজার ৫ শত টাকা স্কুলের সভাপতির পকেটে।
এ ঘটনা নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেন, বিদ্যালয় কমিটির অন্যান্য সদস্যদের মতামত ছাড়া সভাপতি একক সিদ্ধান্ত নিয়ে বিদ্যালয়ের স্বার্থবিরোধী কাজ করেছেন।
এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির মোঃ মামুনুর রশিদ (যুক্তি) সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সঠিক উত্তর পাওয়া যায়নি, সভাপতির বক্তব্য আমরা দুর্নীতি এবং আইন লঙ্ঘন করি নাই।
শৈলকুপা সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সুলতান আলী বলেন “বিষয়টি আমাদের নজরে এসেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক থাকতে হবে।
দ্রুত ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এলাকায় বাসী।
আরও পড়ুন শেরপুরের সীমান্তবর্তী সংরক্ষিত বনভূমি দখল করে সবজী চাষ গুঁড়িয়ে দিয়েছে বন বিভাগ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.