রাজ রোস্তম আলী: ঢাকার সাভারে তৃতীয় শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. মমতাজ (৬৫) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে মানিকগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় সোমবার (২৮ এপ্রিল) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আইঠর গ্রামের বৃদ্ধ মমতাজ ওই শিশুটির ঘরে ঢুকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে বাবা-মা বাড়ি ফিরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে দেখতে পায়। জিজ্ঞেস করলে শিশুটি সমস্ত ঘটনা খুলে বলে মাকে। তাৎক্ষণিক লোক লজ্জার ভয়ে তাকে গ্রামের বাড়ি মানিকগঞ্জ পাঠিয়ে দেন তার বাবা-মা। কিন্তু সেখানে শিশুটির শারীরিক অবস্থা অবনতি হয়। পরে তাকে মানিকগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ধর্ষণের শিকার ওই শিশুর বাবা বলেন, অভিযুক্ত মমতাজ সম্পর্কে তার চাচাতো চাচা হয়। সে হিসেবে ভুক্তভোগী শিশুটি তার নাতনি। সেই সূত্রেই তাদের বাড়িতে যাতায়াত ছিল বৃদ্ধের। ঘটনার দিন শিশুটিকে বাড়িতে রেখে তিনি দিনমুজুরির কাজে যান এবং শিশুটির মা বাড়ির পাশের জমিতে শাক তুলতে যায়। এসময় ফাঁকা বাড়িতে একা পেয়ে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেছে মমজাত।
পরবর্তীতে ঘটনা জানার পর লোকলজ্জার ভয়ে এবং অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় শিশুটিকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন তারা। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেছি। আমার মেয়ের এতবড় ক্ষতি যে করেছে তার সর্বোচ্চ শাস্তি চাই।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.