মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুরঃ শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত জনপদের ভারত থেকে বয়ে আসা খরস্রোতা ঢেউপা নদীর চান্দাপাড়া ব্রিজ, মেঘদল ব্রিজ,বাবেলাকোনা,
হারিয়াকোনা জিরো পয়েন্ট বালিজুরী হাই স্কুল সংলগ্ন সোমেশ্বরী নদীর বালিজুরি এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছেন শেরপুরের
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।২৬ শে এপ্রিল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দীর্ঘ পাঁচ কিলোমিটারের অধিক দুর্গম পথে পায়ে হেঁটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান কালে ২ টি ড্রেজার মেশিন অপসারণ ও ৪ টি বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মাচা ভেঙে দেয়া হয়। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান তাওয়াকুচায় স্থাপিত দৃশ্যমান আনুমানিক ৩০/৩৫ টি মাচা ভেঙে দেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার ঝিনাইগাতী,শেরপুর কে নির্দেশ প্রদান করেন এবং নিয়মিত অভিযান অব্যাহত রাখার জন্য ইউএনও ও এসিল্যান্ড কে নির্দেশনা দেন।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স,
শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ,
সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক সহ পুলিশ ও জেলা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য শেরপুর জেলা প্রশাসন কর্তৃক জেলার সবকটি বালু মহল বন্ধ করে দেয়া হলেও সরকারি নির্দেশ অমান্য করে শ্রীবরদী সীমান্ত জনপদের সিংগাবরুনা ইউনিয়নের খরস্রোতা পাহাড়ী নদী ঢেউপা ও রানীশিমুল ইউনিয়নের সোমেশ্বরী নদীর বিভিন্ন পয়েন্ট থেকে রাতের আঁধারে বালু উত্তোলন করে আসছিল স্থানীয় সঙ্গবদ্ধ বালু চোরাচালান চক্র ।
আরও পড়তে ক্লিক করুন পটিয়ায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা -নূরজাহান বেগম।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.