গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরের চিকিৎসায় ভর্তি হয়ে ময়নুল হোসেন (৪০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। বিলম্বে চিকিৎসা প্রদানসহ চিকিৎসকের দায়িত্ব অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে বলে স্বজনদের অভিযোগ।
২৪ এপ্রিল বৃহস্পতিবার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এসময় ওই মৃত্যু ব্যাক্তির স্বজনরা ক্ষুব্ধ হয়ে উঠেন। একইসঙ্গে হাসপাতাল চত্বরে জনতার উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
মৃত ময়নুল হোসেন সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর দিঘলকান্দি চরের রহিমের ছেলে। স্বজনরা জানায়, ময়নুল হোসেন জ্বরে আক্রান্ত হলে বৃহস্পতিবার সকালে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাকে দায়িত্বরত চিকিৎসক রবিউল ইসলাম স্যালাইন পুষ করেন। এরপর চিকিৎসা বিলম্ব ও কালক্ষেপণ করার পর বিভিন্ন টেষ্ট দেন। আর টেষ্টের রিপোর্ট না আসতেই এ কমপ্লেক্সে ময়নুল হোসেনের মৃত্যু হয়।
তবে এই স্বজনদের দাবি- চিকিৎসকের দায়িত্ব অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে সাঘাটা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সুপদ চন্দ্র বলেন, ওই স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মৃত্যুর খবর পেয়ে ঘটনা স্থলে যাওয়া হয়। এরপর স্বজনরা ময়নুল হোসেনের লাশ বাড়িতে নিয়ে যায়।
এ সংক্রান্ত কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডাক্তার রবিউল ইসলাম এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিয়া আফরিন বলেন, চিকিৎসাধীন অবস্থায় রোগী ময়নুল হোসেনের মৃত্যু হয়েছে। দায়িত্বরত চিকিৎসকের অবহেলার মৃত্যুর দাবিতে স্বজনদের লিখিত অভিযোগ পেলে সেটি খতিয়ে দেখা হবে।
আরও পড়ুনঃ টেকনাফে হঠাৎ গাছ ভেঙ্গে বিশ্রামরত এক ব্যক্তির মৃত্যু।
Leave a Reply