তারিকুল ইসলাম তারাঃ আওয়ামী লীগের চলমান অপতৎপরতার প্রতিবাদ ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে কুড়িগ্রামের রাজিবপুরে এক বিক্ষোভ মিছিল ও পদসভার আয়োজন করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহ।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৫টায় রাজিবপুর উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজিবপুর মধ্যবাজারে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক পদসভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোকলেছুর রহমানের দিকনির্দেশনায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক রোস্তম মাহমুদ লিখন। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মণ্ডল।
সমাপনী বক্তব্যে অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, “আওয়ামী লীগের দুঃশাসন, দুর্নীতি ও গণতন্ত্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিএনপি মাঠে থাকবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্দোলন চলবে যতদিন না নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়।”
বক্তারা আরও বলেন, রাজিবপুরসহ সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর সরকার দলীয় হামলা-মামলা চালিয়ে যে সন্ত্রাসী রাজনীতি চালানো হচ্ছে, তার জবাব রাজপথেই দেওয়া হবে।
পদসভায় উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
Leave a Reply