মোঃ লিটন হোসেন ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় অজ্ঞান পার্টির এক নারী সদস্যকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। সোমবার দুপুরে উপজেলার কবিরপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারী অজ্ঞান করে এক মহিলার স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারে এক ভিক্ষুক বেশধারী নারী নানা কৌশলে লোকজনের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছিলেন। একপর্যায়ে তিনি একজন মধ্যবয়সী মহিলাকে কৌশলে অজ্ঞান করে তার পরনের স্বর্ণালংকার এবং ব্যাগে থাকা নগদ টাকা নিয়ে পালানোর চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ওই নারীকে ধাওয়া করে কবিরপুর মোড় থেকে আটক করে।
স্থানীয়রা জানান, এর আগেও একই এলাকায় এ ধরণের একাধিক ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, এই নারী একটি সংঘবদ্ধ চক্রের সদস্য এবং সে দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় এমন অপকর্ম চালিয়ে আসছিল।
আটকের পর উত্তেজিত জনতা ওই নারীকে বেধড়ক মারধর করে। পরে খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “গণপিটুনির শিকার ওই নারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমরা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একটি অপরাধ চক্রের সক্রিয় সদস্য।”
স্থানীয়রা আরও জানান, বাজার ও গণপরিবহনে অজ্ঞান পার্টির দৌরাত্ম্য বেড়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি তারা এ ধরনের অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
আরও পড়ুনঃ ঢাকা সাভার স্মৃতিসৌধের সন্নিকটে অবস্থিত ফুটওভার ব্রিজটি চরম ঝুঁকিপূর্ণ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.