মোঃ অন্তর মিয়া। বিশেষ প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জি আর পি থানাধীন রেলওয়ে এলাকার ২নং ওয়ার্ড এর মাদক ব্যবসায়ী নাহার, মিরাজ ও তার পরিবারের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।
স্থানীয় প্রশাসন ও কাউকে তোয়াক্কা না করে ওপনে চালিয়ে যাচ্ছে ইয়াবা ব্যবসা।
যদিও বিভিন্ন সময়ে মিরাজ, নাহার ও তার পরিবারের সদস্যরা মাদকের মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়েছে। কিন্তু পরবর্তীতে কালো টাকার জোরে জেল থেকে মুক্তি পেয়ে আবারো মাদক ব্যবসার সাথে লিপ্ত হয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে এরা।
শ্রীমঙ্গলের এই আলোচিত ইয়াবা ব্যবসায়ী নাহার এবং মিরাজের পরিবারের মাদক ব্যবসার বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে তাদের প্রত্যেককে প্রকাশ্যে হুমকি এবং অনেককে কালো টাকার প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দিচ্ছে নাহার মিরাজ ও তার পরিবারের সদস্যরা।রেলওয়ে জায়গা বে-দখল করে অবৈধ্য স্থাপনায় বসত ভিটা গড়ে চালিয়ে যাচ্ছে ইয়াবা ব্যবসা। সম্প্রীতি স্থানীয় এলাকাবাসীদের অভিযোগে, কয়েক মাস আগে শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক, কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ মিয়া এসে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন।এবং পুনরায় যদি, মাদক(ইয়াবা)ব্যবসার অভিযোগ পাওয়া যায় স্থানীয় বাসীদের গণস্বাক্ষরের মধ্য দিয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছিলেন।তার পরেও মিরাজ এবং নাহার পরিবার স্থানীয় কাউন্সিলর কিংবা কাউকে তোয়াক্কা না করে ওপেন ওপেন সিক্রেটে চালিয়ে যাচ্ছে মাদক (ইয়াবা) ব্যবসা।
স্থানীয়রা আরও জানান, মাদক সম্রাট নাহার ও মিরাজ তার পরিবারের সদস্যদের মাদক ব্যবসার কারণে এলাকায় তরুণ যুব-সমাজ নষ্ট হচ্ছে মাদকের অভয় অরণ্য গড়ে ওঠায় বাড়ছে সামাজিক অবক্ষয় এই মুহূর্তে যদি নাহার ও মিরাজ পরিবারের মাদক ব্যবসা বন্ধ করা না যায়, তাহলে নষ্ট হতে পারে অধিকাংশ তরুণ তরুণী তাই সামাজিক অবক্ষয় বন্ধে এখনই মাদক কারবারি ও আলোচিত ইয়াবা ব্যবসায়ী নাহার, মিরাজ ও তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয় সচেতন মহলের।
আরও পড়ুনঃ সূর্যডিম’ আম ঝুলছে আসাদুরের খামারের গাছে
Leave a Reply