
মালিকুজ্জামান কাকা
লাউ দেখতে যাত্রাপুরে ভীড় করেছে দর্শক লালন
এক বোটায় ৩০, ভাবছে পথিক মহা কৃষি পালন।
একটি-দু’টি নয়, এক বোটায় লাউ ধরেছে ৩০টি। আশ্চর্যজনক এই ঘটনা ঘটেছে যশোরের চৌগাছা উপজেলার যাত্রাপুর গ্রামে। ওই গ্রামের মসজিদের মুয়াজ্জিন ওসমান আলীর বাড়ির লাউ গাছে এক বোটায় ৩০টি লাউ দেখতে ভিড় করছে উৎসুক জনতা।
স্থানীয়রা জানান, যাত্রাপুর গ্রামের মসজিদের মুয়াজ্জিন ওসমান আলীর বাড়ির লাউয়ের মাচায় একটি থোকায় ৩০টি লাউ ঝুলে আছে। তবে এর মধ্যে একটি লাউ বড় আকৃতির। এটির ওজন ৩০০ গ্রাম হতে পারে। বাকিগুলো ১০০ গ্রামের মতো ওজন হবে।
এগুলো এখন বাড়ন্ত।
মুয়াজ্জিন ওসমান আলী জানান, বাড়িতে থাকা বীজ দিয়ে লাউয়ের চারা তৈরি করি। প্রথম থেকে গাছে ভালোই বড় বড় লাউ ধরেছে। কিছু লাউ খাওয়া হয়েছে এবং কিছু লাউ প্রতিবেশীদের দেওয়া হয়। কয়েক দিন আগে হঠাৎ দেখি এক থোকায় কয়েকটি লাউ ধরেছে।
কিছুটা অবাক হই। কিছুদিন যেতে না যেতে দেখি একই বোঁটা ফেটে অসংখ্য লাউ ধরছে। এর মধ্যে ৩০টির মতো লাউ একই স্থানে ধরেছে। সেগুলোর মধ্যে বেশ কিছু বড় হচ্ছে। দেখে মনে হয় একটি থোকায় সব লাউ ঝুলে আছে। এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে মানুষ এসব লাউ দেখতে আসছেন।
ওসমান আলীর ভাই লোকমান হোসেন বলেন, জীবনে প্রথম দেখলাম এমন ঘটনা। একটি বোঁটায় একসঙ্গে ৩০টি লাউ। এটা আমার কাছে আশ্চর্যজনক মনে হয়েছে।
খবর শুনে চৌগাছা থেকে লাউ দেখতে এসেছেন অনেকেই। এরা বলেন, খবর শুনে লাউ দেখতে আসলাম। অবাক হয়েছি। লাউয়ের একটি থোকায় ৩০টি লাউ, এটা অলৌকিক মনে হচ্ছে।
চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন বলেন, এমন ঘটনা এর আগে দেখিনি। তবে হতে পারে এক বোঁটায় অনেক ফুল হয়েছে। সেগুলো সঠিক পরাগায়ন হওয়ায় এই লাউ হয়েছে।
আরও পড়ুন ঢাকা আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান, জরিমানা আদায়
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.