জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার টেকনাফ বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কোনকার পাড়া মেরিন ড্রাইভের পাশে ওয়েভস পয়েন্ট লি: সংলগ্ন পরিত্যক্ত অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড-বোমা সদৃশ ১টি বস্তু দেখা এক স্থানীয় বাসিন্দা পুলিশকে খবর দেন।
এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে বলে তিনি জানান।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, নির্মাণাধীন ভবন ‘ওয়েভস পয়েন্ট লিমিটেড’র খোলা জায়গায় গ্রেনেডটি পড়ে থাকতে দেখে এক স্থানীয় বাসিন্দা পুলিশকে খবর দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি উদ্ধার করে এবং আশপাশের এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে।
গ্রেনেডটি কোন দেশের তৈরি, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবে বলে জানিয়েছেন ওসি গিয়াস উদ্দিন।
তিনি আরও বলেন, ‘গ্রেনেডটি কে বা কারা এনে এখানে ফেলেছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে, তবে পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.