চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় পারিবারিক বিরোধ ও তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে গত ৪ এপ্রিল রাত ৯ টার সময় কচুয়াই ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ড আনার বাপের বাড়িতে।
হামলায় আহত হলেন, ছেনুয়ারা বেগম, জসিম, মো: ইমন, শামসুল আলম। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করে।
আহত মধ্যে মো: ইমনে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। প্রতিপক্ষের হামলায় ইমনের দাঁতে সওয়াল ভেঙে যায় এবং ছেনুয়ারা বেগমের মাথায় ৬টি সেলাই করা হয়।
এছাড়াও প্রতিপক্ষর দেশীয় অস্ত্র শস্র নিয়ে হামলা চালিয়ে ৫ টি বসতঘর ভাংচুর লুটপাট তান্ডব চালিয়ে টাকা পয়সা স্বর্ণ অলংকার লুটপাট করে নিয়ে যায়। ইমন চমেক হাসপাতালে দাঁতের অপারেশন করে চিকিৎসাধীন রয়েছে।
ছেনুয়ারা বেগম বাদী হয়ে গত ৭ এপ্রিল পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৯ জন এজাহার নামীয় সহ অজ্ঞতানামা ১৫/২০ জনকে আসামি করে করে সি.আর মামলা নং ২৯৭/২৫ ইং দায়ে করে।
মামলাটি আদালত গ্রহণ করে চট্টগ্রাম পুলিশ সুপারের মাধ্যমে পিবিআইকে আগামী এক মাসের মধ্যে সুষ্ঠু তদন্তপুর্বক প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
উক্ত মামলায় বিবাদী করা হয় একই এলাকার ইসহাক মিয়া, মোস্তাক আহমদ,মোঃ অনিক,মোঃ হেলাল, সায়েম,মোঃ দুলাল,বেলাল,মোঃ মনিয়া, ফারুকে।
মামলার এজাহার সুএে জানায় যায় ঈদের বেড়াতে আসা আত্মীয় নিয়ে বাড়ি পাশে ইমন দোকান যায় ঐখানে
প্রতিপক্ষরা ইমনকে দোকান থেকে তাড়িয়ে দিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে বলে।
এনিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি মারামারির ঘটনা ঘটে। পরে প্রতিপক্ষরা সংঘবদ্ধ হয়ে রাতে বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন সহ লুটপাট করেন বলে মামলার এজাহারে উল্লেখ করেন। বর্তমানে ছেনুয়ারা সহ ৬ টি পরিবারের লোকজন প্রতিপক্ষে ভয়ে কাতর নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা ঘটনাটি তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়ার উর্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
আরও পড়ুন চাইনিজ রাইফেলের ২০ রাউন্ড গুলি সহ স্বামী স্ত্রী আটক।
Leave a Reply