আমির হোসেন, ঝালকাঠি, প্রতিনিধিঃ
একটি মাদক মামলায় ছয় মাসের সাজা হয়েছিল সোহেল হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তির। সেই সাজা এড়াতে দশ বছর পালিয়েও শেষ রক্ষা হয়নি তার। অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি।
শনিবার (১২ এপ্রিল ) সকালে আদালতের মাধ্যমে তাকে ঝালকাঠি জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোহেল হাওলাদার নলছিটি পৌরসভার মল্লিকপুর এলাকার মৃত হারুন হাওলাদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার সহকারী উপপরির্দশক (এএসআই) কাওসার আহম্মেদ সিদ্দিকী।
তিনি জানান,বরিশাল সদরে উপজেলার ২০১৪ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সোহেল হাওলাদার । সাজা এড়াতে এতোদিন আত্মগোপনে ছিলেন। আমরা অভিযান চালিয়ে নলছিঠি বাসস্ট্যান্ড এলাকায় থেকে তাকে গ্রেফতার করি। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য বিদ্যাপীঠ ইকো পাঠশালা এন্ড কলেজের রজতজয়ন্তী
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.