আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে এমখান বৃত্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রধান করা হয়েছে।
শনিবার সকালে নলছিটি উপজেলা অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। গত নভেম্বর ২২ ও ২৩ তারিখে অনুষ্ঠিত এম,খান লিমিটেডের বৃত্তি বাছাই পরীক্ষা অনুষ্ঠিত শেষে ৪ বিষয়ে শতকরা ৬০ মার্ক পেয়েছে তারাই বৃত্তি প্রাপ্ত হিসেবে গণ্য হয়েছে ।
এতে উপজেলার ১শত ১৫ টি স্কুল ও মাদরাসার পঞ্চম শ্রেণীর ৫শত ২০ জন ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করে। এর মধ্যে ৯৪ জন মেধা বাছাইয়ে উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের মধ্যে বৃত্তি উপহার প্রধান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন আকতার , নলছিটি থানা ইনচার্জ আবদুস ছালাম, নলছিটি পৌর কিন্টার গার্ডেন প্রতিষ্ঠাতা ও উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল,সেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না। সভাপতিত্ব করেন সামছুল আলম বাহার।
এসময় এম,খান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহফুজ খান উপস্থিত থেকে সকল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানান। ভবিষ্যতে এই মেধাবী ছাত্র-ছাত্রীরা দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে তার আশা ব্যক্ত করেন। উল্লেখ্য ২০০৫ সালে এম,খান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহফুজ খান শিক্ষা বৃত্তি প্রধান কার্যক্রম শুরু করে।
Leave a Reply