মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে ১ লাখ ভারতীয় জাল রুপি সহ এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (১২ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ গণ্ডগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম হোসেন আলী (৪০)। তিনি পার্শ্ববর্তী হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের মারাধার এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে। জানা গেছে, ১২ এপ্রিল শনিবার দুপুরে এক গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী রংপুর র্যাব-১৩-এর একটি দল ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ গণ্ডগ্রামে অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে ১ লাখ ভারতীয় জাল রুপি সহ হোসেন আলীকে আটক করে র্যাব। পরে তাকে রাণীশংকৈল থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, আটক ব্যক্তির কাছ থেকে ১ লাখ টাকার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.