বশির আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে হেয় করার অভিযোগ নরসিংদীর মাধবদী থানার আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন রেজোয়ানাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। নরসিংদী জেলার প্রাথমিক শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায় এক বিজ্ঞপ্তি মাধ্যমে আজ বুধবার (৯ এপ্রিল) দুপুরে তাকে বহিষ্কার করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারমিন রেজওয়ানা বিভিন্ন ব্যক্তিদের নিয়ে আপত্তিকর, অবমাননাকর, কুরুচিপূর্ণ, অশ্লীল পোস্ট করায় সরকারি চাকরির বিধি লঙ্ঘন করায় তাকে বহিষ্কার করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষিকা এর আগেও একাধিক চিকিৎসক, প্রকৌশলী ও ধর্ণাঢ্য ব্যবসায়ীদের টার্গেট করে প্রতারণামূলক কৌশলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন।
২০২৪ সালে এক ব্যক্তির কাছ থেকে ৮ লাখ টাকা আত্মসাৎ করেন তিনি, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শারমিন রেজওয়ানা তার ব্যক্তিগত আইডি থেকে সাবেক একজন জেলা পরিষদের চেয়ারম্যান, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র নেতা, একজন কলেজের অধ্যক্ষ প্রকৌশলীসহ ৮ জন ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন সময় আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অভিযুক্ত সহকারী শিক্ষিকাকে চাকরি থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায় বলেন, ‘শারমিন রেজওয়ানার বিরুদ্ধে ফেসবুক ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে হয়রানির অভিযোগ উঠেছে।
তার কিছু ডকুমেন্টস আমাদের হাতে এসেছে। ডকুমেন্টের ওপর ভিত্তি করে সাময়িক বহিষ্কার করেছি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অভিযুক্ত শারমিন রেজওয়ানাকে ফোন দেওয়া হলে তিনি সাড়া দেননি।
তবে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি বিভিন্ন ব্যক্তিকে হয়রানি করেছি, এটা ঠিক। কিন্তু আমার একমাত্র চাকরি চলে গেলে আমাকে রাস্তায় বসতে হবে। তাই আমার কৃতকর্মের জন্য আমি দুঃখ প্রকাশ করছি।’
আরও পড়ুনঃ নরসিংদীতে দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, নিরাপত্তাহীনতায় পরিবার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.