মোঃ লিটন হোসেন ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
সারাদেশে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এদিকে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে কিছু নির্দেশনা জারি করেছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
তাই এসএসসি/সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্কসহ বিভিন্ন সহায়তা কেন্দ্র নিয়ে পরীক্ষার্থীদের সাহায্য করতে দেখা গেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঝিনাইদহ শহর শাখাকে। এতে খুশি হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিক্ষার্থীরা ।
বৃহস্পতিবার শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা যায়, ঝিনাইদহ শহর শিবির শাখার উদ্যোগে পানি, কলম, স্যালাইন, ফাইলসহ বিভিন্ন সামগ্রী নিয়ে পরিক্ষার্থীদের সহায়তা করছেন তারা। পরীক্ষা কেন্দ্র দেখিয়ে দেওয়াসহ বিভিন্ন তথ্য প্রদান করতেও দেখা যায় তাদের। পাশাপাশি প্রাথমিক চিকিৎসা সেবার জন্য মেডিকেল টিমও আছে তাদের সঙ্গে। একই সঙ্গে তথ্য সহায়তা কেন্দ্রের পেছনেই তাদের আছে অভিভাবকদের জন্য বসার জায়গা।
ঝিনাইদহ শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান রাজু ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ঘুরে ঘুরে এই কাজের তত্ত্বাবধান করছেন। এবিষয়ে ঝিনাইদহ শহর ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসান রাজু বলেন এসএসসি/সমমানের পরিক্ষা যতোদিন চলমান থাকবে। তাদের জন্য আমাদের এই সেবা চলমান থাকবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.