কবির আহম্মেদ মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে 'শান্তি-শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা' শীর্ষক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯এপ্রিল) সকাল ১০টায় উপজেলা মিলনায়তন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই' স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে এ সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান শেখের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতায় হরেকৃষ্ণ অধিকারী বলেন, 'শান্তি-শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবকদের ভুমিকা গুরুত্বপূর্ণ। সামাজিক অনেক ব্যাধি এখনো আমাদের ঘিরে রেখেছে, যেমন বাল্যবিবাহ রোধে যুবকদের ভুমিকা রাখতে হবে। সকল ধর্মে প্রতিবেশীদের খোঁজ খবর রাখার কথা বলা হয়েছে, এই জায়গা গুলোতে কাজ করতে পারা মানে আমরা উন্নত মানুষের দিকে যাচ্ছি। প্রতিটি মানুষ যদি তার নিজের ভুল গুলো বুঝতে পারে এবং নিজেকে শুধরে নিতে পারে তবেই একটা উন্নত জাতি তৈরি হবে।
এছাড়া অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন সমাজে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে বড়রা। কিন্তু তাদের দেখা যায় না, তারা অদৃশ্যমান। যাদের দেখা যায় তারা হচ্ছে তরুণ। তরুণরা ব্যবহৃত হয়, বিশেষ করে যেসব তরুণ বেকার তারাই বেশি ব্যবহৃত হয়। এসকল খারাপ কাজ থেকে বেরিয়ে আসতে বই পড়া এবং কোনো প্রশিক্ষণ নিয়ে কাজে যুক্ত হলে অন্যের দ্বারা ব্যবহৃত হওয়ার সম্ভাবনা কমে যায় এবং নিয়ম বিরুদ্ধ কাজ করার সময়ও থাকে না। যুব উন্নয়ন অধিদপ্তর সারাবছর এর উপর কাজ করে থাকে, বেকার যুবকদের জন্য নানা ধরনের প্রশিক্ষণ, আর্থিক সহায়তা, স্বল্প মুনাফায় লোন প্রদান করে থাকে। তাই চাকরির পেছনে না ছুটে নিজে কিছু করার চেষ্টা করতে হবে। সমাজে শান্তি-শৃঙ্খলা বিনষ্টে তরুণদের ব্যবহৃত না হওয়ার পরামর্শ দিয়ে ইউএনও বলেন, কোনো কোনো সময় সিনিয়রদের না বলতে শিখতে হবে। তাদেরকে না বলতে হবে। নিজের এলাকার পরিবেশ ঠিক রাখতে সকল যুবকদের এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে।
মোল্লাহাট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুধান কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর বাগেরহাট এর সহ-পরিচালক মোঃ মিজানুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর মোল্লাহাটের রবিউল আলম তুহিন, তমাল কান্তি বাছাড় সহ প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী, উদ্যোক্তা এবং সাংবাদিকগন অংশগ্রহণ করেন।
আরও পড়ুনঃ চন্দনাইশে মামার ধর্ষণের শিকার ভাগ্নি অতঃপর খুন, নানা-নানিকে কুপিয়ে জখম
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.