জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
বঙ্গোপসাগরে থেকে মালয়েশিয়া যাত্রাকালে ২১৪ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে ধরতে পেরেছে বাংলাদেশ নৌ বাহিনী জাহাজ 'বানৌজা দুর্জয়'। এই রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্প থেকে পালিয়ে ট্রলারে উঠেছিল। এফভি কুলসুমা নামের ওই মাছ ধরার ট্রলারটিও জব্দ করা হয়েছে।
সোমবার দিবাগত মধ্যরাতে বাংলাদেশ নৌবাহিনী সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে তাদের আটক করে। মঙ্গলবার রাতে আইএসপিআরের সহকারি পরিচালকের পক্ষে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদ রেজা-উল-করিম শাম্মী।
আইএসপিআর জানায়, সেন্টমার্টিন থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত একটি মাছধরার নৌকার সন্দেহজনক গতিবিধি লক্ষ করে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ 'বানৌজা দুর্জয়'। তাৎক্ষণিকভাবে নৌবাহিনীর জাহাজ 'এফভি কুলসুমা' নামে ওই মাছধরার নৌকার কাছে পৌঁছায় এবং এর গতিপথ রোধ করে।
ওই সময় নৌকাটি তল্লাশি করে ২১৪ জন যাত্রীকে আটক করা হয়। তাদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী এবং ২৮ জন শিশু রয়েছে। আটক ব্যক্তিদের সবাই মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক
এর আগে ট্রলারটি সোমবার দিবাগত মধ্যরাতে টেকনাফের শাপলাপুর এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। ট্রলারসহ মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনে হস্তান্তর করা হয়েছে।
আইএসপিআর বলছে, নৌকাটি ন্যূনতম জীবনরক্ষাকারি সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি ও সুরক্ষা ব্যবস্থা ব্যতীত যাত্রা শুরু করেছিল, যা গভীর সমুদ্রে মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারতো। নৌবাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে এই বিপর্যয় প্রতিহত করা সম্ভব হয়েছে।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে বিআরটির সচেতনতা বৃদ্ধি মূলক রিফ্রেসার অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.