আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির নলছিটিতে সিগারেট খাওয়াতে শাসন করায় মায়ের সাথে অভিমান করে গলা ফাঁস দিয়ে পূজা রানী (১২) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ফেরীঘাট বহরমপুর আবাসনে এ ঘটনা ঘটে । নিহত কিশোরী ওই এলাকার সুশান্ত মাতব্বরের মেয়ে।বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পূজা তার এক বান্ধবীর সাথে ধূমপান করেন।বিষয়টি তার মা জানতে পেরে শাসন করেন। পরে মায়ের সাথে অভিমান করে বসত ঘরের টয়লটের মধ্যে গিয়ে নিজের ওড়না দিয়ে ফাঁস দেয়। অনেক খোঁজা খুঁজির পর তাকে দেখতে পেয়ে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন ।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.