কালাই প্রতিনিধি ইব্রাহিম হোসেনঃ রাজশাহীর পুঠিয়া ও দুর্গাপুর ওই দুই উপজেলার বিভিন্ন এলাকায় তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ঈদ পরবর্তী আনন্দ র্যালী, ও পথসভা করেছেন প্রফেসর নজরুল ইসলাম মন্ডল ও তার ছেলে ব্যারিস্টার আবু বকর সিদ্দিক (রাজন)।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল ৪ টা হতে রাত ৯ টা পর্যন্ত ওই কর্মসূচি পালন করেন তারা।
এসময় প্রফেসর নজরুল ইসলাম মন্ডল ও তার ছেলে ব্যারিস্টার আবু বকর সিদ্দিক (রাজন) এর সঙ্গে পুঠিয়া উপজেলার বহু বিএনপির নেতা কর্মীরা ওই র্যালী, পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন। বহু বছর পর পুঠিয়া-দুর্গাপুরে বিএনপির নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন এমন আনন্দ র্যালীতে। অন্যদিকে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ লক্ষ্য করা গেছে। এছাড়াও পিতা পুত্র মিলে গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে মিশে গিয়ে তাদের সাথে কথা বলেন। আর শোনে তাদের দুঃখ দুর্দশার কথা।
র্যালী, লিফলেট বিতরণ ও পথসভায় বক্তব্য রাখেন, সাবেক পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, পুঠিয়া-দুর্গাপুর থেকে ২০০৮ ও ২০১৮ সালে ধানের শীষের মনোনয়ন পাওয়া প্রফেসর নজরুল ইসলাম মন্ডল এ সময় তিনি বলেন, পুঠিয়া-দুর্গাপুরে ৩১ দফা বাস্তবায়ন করতে সাধারণ মানুষের মাঝে প্রচারণা চালাচ্ছি। এছাড়াও ঈদ পরবর্তী আনন্দ র্যালী করা হচ্ছে। নেতাকর্মীদের সুসংহিত করতে মূলত এই আয়োজন।
এসময় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ছেলে ব্যারিস্টার আবু বকর সিদ্দিক (রাজন) সহ পুঠিয়া দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের বহু বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুনঃ টুঙ্গিপাড়ার মানবিক প্রশাসক: উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক
Leave a Reply