রাশেদুল ইসলাম রনিঃ ফিলিস্তিনে ইসরায়েলের গনহত্যার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।সোমবার ( ৭ এপ্রিল) দুপুর ৩ টায় পৌর এলাকার
খয়ের উদ্দিন ফজিল মাদ্রাসা মাঠে ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসষ্ট্যান্ড বটতলা চত্বরে সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশ করেন।প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম,
পৌর জামাত ইসলামের আমীর আঃ মতিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাহজাহান শাওন, উপজেলা জামায়াত ইসলামের যুব বিভাগের সেক্রেটারী কারিমুল ইসলাম, হেফাজত ইসলামী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রশিদ,জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমরান হাসান,
জেলা ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি শাহরিয়ার আহমেদ সুমন,জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারন সম্পাদক সাদ আহাম্মেদ রাজু, জেলার ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক নাসির,
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ আলামিন, ছাত্রদল নেতা লাদেন আকন্দ সহ অনেকে । সমাবেশে বক্তারা বিশ্বের সকল দেশ, বিশেষ করে বাংলাদেশ সরকারের প্রতি ফিলিস্তিন রক্ষায় কার্যকর কূটনৈতিক চাপ প্রয়োগ এবং আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।এছাড়া সমাবেশ থেকে বাংলাদেশের সর্বত্র ইসরায়েলি পণ্য বয়কটের আহবান জানান।
আরও পড়ুন নরসিংদীর শিবপুরে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.