মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের রাজাপুকুরে অসহায়দের জন বরাদ্দকৃত ৬৯ বস্তা সরকারি চালসহ মো: আমিনুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ২৭ মার্চ বৃহস্পতিবার রাতে ঐ এলাকায় একটি মাহিদ্রযোগে চালগুলো নেওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।
জানা যায়, এর আগে অত্র এলাকায় হতদরিদ্রদের জন্য চালের ডিলারশীপ ছিল আ’লীগের স্থানীয় এক ব্যক্তির নামে । ৫ আগষ্টের পরে তার কাছ থেকে ইউনিয়নের পশ্চিম বেগুনবাড়ী সরকারপাড়া গ্রামের মৃত পতিবুদ্দিনের ছেলে মো: আমিনুল ইসলাম সহ স্থানীয় কয়েকজন মিলে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
[caption id="attachment_15944" align="alignnone" width="300"] জব্দকৃত সরকারী চাল[/caption]
এ অবস্থায় কিছু সুবিধাভোগীর কার্ডের সমস্যার কথা উল্লেখ করে প্রায় ৬৯ বস্তা চাল একটি মাহিন্দ্র ট্রাক্টরে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় রাজাপুকুর বাজারে আটকিয়ে দেয় স্থানীয়রা। ঘটনার বিষয়ে স্থানীয়রা পুলিশে জানালে ঘটনাস্থল থেকে আমিনুল ইসলামে থানা হেফাজতে নিয়ে আসা হয়।
আমিনুল ইসলাম বেগুনবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বলে জানা যায়। এ ঘটনায় ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবকদলের পক্ষ থেকে আমিনুল ইসলামকে দল থেকে বহিস্কার করা হয়েছে বলে জানান, ঠাকুরগাঁও জেলা নেতৃবৃন্দ।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: শহিদুর রহমান বলেন, এ ঘটনায় আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুনঃ বকশীগঞ্জ প্রকৌশলী শ্রমিক কল্যাণ সমিতির ইফতার ও অনুদান বিতরণ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.