মোঃজাকির হোসেন সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে দীর্ঘ ১৮ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম রাকিবুল ইসলাম ওরফে রবি মিয়া (৩৩)। সোমবার (২৪ মার্চ) দুপুরে তার নিজ বাড়ি থেকে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আকতার হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
রবি মিয়া সৈয়দপুর শহরের রসুলপুর এলএসডি গোডাউন এলাকায়। সে ওই এলাকার মৃত শাহ আলম ও নুরজাহান দম্পত্তির ছেলে। তার বিরুদ্ধে ২০০৭ সালে মাদক মামলা দায়ের হয়। মামলা নম্বর জিআর ড্রাগ কেস ৩৮/৭। এ মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আকতার হোসেন বলেন, রবি একজন চিহ্নিত মাদক বিক্রেতা। ২০০৭ সালে মাদক সহ আটক হয়। তখন ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯/১ এর ৩-গ ধারায় মামলা হয়। কিন্তু জামিনে বের হয়ে দীর্ঘ ১৮ বছর ধরে সে পলাতক ছিল।
এরপর তার অনুপস্থিতিতেই যাবজ্জীবন সাজা হয়। এর প্রেক্ষিতে ওয়ারেন্ট জারী হওয়ায় আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছি। দুপুরে তাকে নীলফামারীর জেলা হাজতে পাঠানো হয়েছে। (ছবি আছে)
আরও পড়ুনঃ শৈলকুপায় বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.