সারিয়া চৌধুরী, লাকসামঃ
কুমিল্লার লাকসামে ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে বাজার মনিটরিংকালে ভ্রাম্যামান আদালতের মাধ্যমে ৫ ব্যবসায়ীকে অর্থদন্ড করেছে উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ৷
শনিবার (৮মার্চ) বিকেলে উপজেলার মুদাফরগঞ্জ বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং করা হয়। এসময় ৪ জন ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয় এবং অপর এক ব্যবসায়ী মিজান এন্ড ব্রাদার্সের মালিক মো. রাশেদকে বিধি বহির্ভূতভাবে চাষি চিনিগুড়া চালের প্যাকেটে খোলা পোলাও'র চাল প্রক্রিয়াজাত করে বিক্রির অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় অন্যান্য ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা প্রদর্শন, অতিরিক্ত দাম না নিতে সতর্ক করা হয়৷
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ বলেন, রমজান উপলক্ষে বাজার মনিটরিংকালে লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ বাজারে মিজান এন্ড ব্রাদার্সের মালিক মো. রাশেদের দোকানের ভিতর চাষী চিনিগুড়া চালের খালি প্যাকেট ও প্যাকেজিং করার ইলেকট্রনিক মেশিনসহ খোলা পোলাও'র চাল পাওয়া যায় এবং এসব ব্যবহার করে অবৈধভাবে চাষী চিনিগুড়া চালের নকল প্রক্রিয়াজাত করে বাজারজাত করেন তারা৷
উক্ত অপরাধ স্বীকার করায় তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় বাজার মালিক সমিতির সেক্রেটারি আবুল কাশেম, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম ও বাজারের অন্যান্য ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন, সঠিক ওজন ও অতিরিক্ত দাম না নিতে বাজার ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়৷
আরও পড়ুনঃচৌগাছা পাতিবিলায় ছেলের হাতে পিতা খুন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.