কবি- মোঃ শামীম হাসান
আমি শেষ গাড়িটির যাত্রী
আমি ভোর না হওয়া রাত্রী।
আমি নষ্ট হওয়া সেই কুঁড়ি
আমি ব্যর্থ হয়েও ফিরি।
আমার নেত্রে নাহি দিন-রাত
আমি হইনা কভু কুপোকাত।
আমি অন্যের কথা ভাবি,
কভু দেখিনা নিজের ছবি!
মোর হাজারো গ্লানি শিরে
তবু মান করে যাই না নীড়ে!
সীমার মাঝে অসীম দায়
আমারই দুই কাঁধে রয়।
তবুও আমি চলি বীরদর্পে
কভু নাহি ডরাই কোন সর্পে।
আমি ধ্বংসের মাঝে একা
তবু বজ্ররুপে দেই দেখা।
আমি ব্যথিতের হাতে হাতিয়ার,
আমি অত্যাচারীর জন্য সিমার।
আমি অন্ধকার, আমি আলো,
আমার চোখে খুঁজি তাই যা ভাল।
আমি প্রেমিক, আমি ভিলেন
কোন কালেও হইনা বিলীন।
আমি অগ্নি, আমি বাতাস
আমি শোষিতের আশ্বাস!
আমি হতে পারি নষ্ট!
কিন্তু হই না পথভ্রষ্ট।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিশুকে ধর্ষণের চেষ্টা আটক-১
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.