জামাল উদ্দীন,কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণকারীদের আস্তানা থেকে ৯ নারী ও ২ শিশুকে উদ্ধার করেছে পুলিশ ও নৌবাহিনী।
মঙ্গলবার ৪মার্চ ২০২৫ইং দুপুরের দিকে টেকনাফের হ্নীলা আলীখালী গহীন পাহাড়ের পাদদেশে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অপহরণের শিকার ৯জন নারী ও ২জন শিশুসহ ১১জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
অপহৃতদের হ্নীলা ইউপির ৮নং ওয়ার্ডের উত্তর আলীখালীর গহীন পাহাড়ে নিয়ে যায়। এরপর থেকে তাদের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। উক্ত অভিযোগের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে গহীন পাহাড়ের পাদদেশে অবস্থিত বেশ কয়েকটি স্থান হতে অপহরণের শিকার নারী ও শিশুদের উদ্ধার করা হয়। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রটি পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধারকৃত ব্যক্তিদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। ###
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.