ঝিনাইদহ জেলা সংবাদকর্মীঃ
বেসরকারি স্যাটেলাইট চ্যানেল A1 টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও জাতীয় দৈনিক গড়ব বাংলাদেশ Roving correspondent মোবাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার বিষয়ে ঝিনাইদহ জেলার শৈলকূপা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
এই ঘটনায় ভুক্তভোগী চ্যানেল A1,ঝিনাইদহ জেলা প্রতিনিধি, জাতীয় দৈনিক গড়ব বাংলাদেশ পএিকা Roving correspondent সাংবাদিক মোঃ লিটন হোসেন বাদী হয়ে অভিযুক্ত ১। মোঃ মিটুল মন্ডল (৪৫) পিতা মোঃ লাল মিয়া (৭০), ২। মোঃ বাদশা মন্ডল (৪৩) পিতা মৃত্যু মজিবর মন্ডল। কে বিবাদী করে মঙ্গলবার ৪ মার্চ ঝিনাইদহ জেলা শৈলকুপা থানায় এই অভিযোগ করেন।
বিবাদীরা উভয়ই ঝিনাইদহ জেলা শৈককুপা উপজেলার ১৫ নং ফুলহরি ইউনিয়ন, ফুলহরি, দেবীনগর গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ৪ মার্চ রাতে ৯.১০ মিনিটের সময় একই তারিখ ০৯.২৭ মিনিটে বিবাদীদ্বয় যোগ সাজসে বিবাদী মিটুল এর মোবাইলে নং ০১৭৩১৪৯৮৫৩৯ ও বিবাদী বাদশা এর মোবাইলে নং ০১৭০৭৫৮৩০৩১ হইতে আমার মোবাইল নং ০১৭৩৯-২৫৩৩৪৮ তে ফোন করিয়া বিভিন্ন ধরনের হুমকি সহ আমার উক্ত ব্যবসা প্রতিষ্টানে ব্যবসা করিতে দিবে না, ফুলহরি বাজার থেকে ব্যবসা প্রতিষ্ঠান উঠায়ে নিয়ে যেতে হবে।যদি ব্যবসা প্রতিষ্ঠান উঠায়ে না নিই তাহলে আমার মারধর করবে মর্মে হুমকি প্রদান করে।
যাহার ফলে আমার উক্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আছে।বিবাদী দ্বয় আমাকে যে কোন সময় খুন জখম ন্যায় বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে মর্মে আশস্কা করছি।
এই ঘটনায় ভুক্তভোগী আতঙ্কিত হয়ে প্রাণ নাশের আতঙ্কে রয়েছেন। তিনি এই বিষয়ে আইনগত সহায়তা চেয়ে শৈলকুপায় থানায় একটি লিখিত অভিযোগটি দায়ের করেন এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।
আরও পড়ুন চিরিরবন্দরে ইট ভাটায় জরিমানা ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ
Leave a Reply