মোঃ লিটন হোসেন ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
বৈষম্যমূলক কোটা পুনর্বহালের প্রতিবাদে ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সুচিকিৎসা পুনর্বাসনের দাবিতে মঙ্গলবার সকাল ১১:৩০ টায় গণঅধিকার পরিষদের আঞ্চলিক কার্যালয় আরাপপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হান, সাংগঠনিক সম্পাদক মামনুন রহমান, সিনিয়র সহ-সভাপতি সজিব আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সাধারণ সম্পাদক রাব্বি শাহ,সহ সাংগঠনিক সম্পাদক পারভেজ খান অন্তর সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হান।
আমাদের দাবিসমুহ:
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঝিনাইদহ জেলার সংবাদ সম্মেলন
২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ এ কোটা বাতিলের প্রতিবাদে আন্দোলন শুরু হয় এবং পরবর্তীতে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে দুই সহস্র শহীদের ও আহতদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট স্বৈরশাসকের পতনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছে সাধারণ জনগণ। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন দেখেছে ছাত্র-জনতা। কিন্তু বর্তমান অন্তবর্তীকালীন সরকার ছাত্র-জনতার সেই আকাঙ্ক্ষা সঠিকভাবে পূরণ করতে ব্যর্থ হচ্ছে।
যে বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে ছাত্র-জনতার এতবড় আত্মত্যাগ সেই ধরণের কোটা ব্যবস্থা আবারও চালু করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা। শহীদ এবং আহতদের সুচিকিৎসা ও পুর্নবাসনের ব্যবস্থা না করে তাদের কোটা নামক সুবিধা দেওয়ার চেষ্টা করা মানে সুস্পষ্টও রাজনৈতিক ফায়দা হাসিলের সুযোগ সৃষ্টি করা, ঠিক যেমনি ভাবে মুক্তিযোদ্ধা কোটার সুযোগ-সুবিধা দিয়ে দলে টানতেন ফ্যাসীবাদী আওয়ামীলীগ। অন্তবর্তীকালীন সরকারের ছাত্র প্রতিনিধিদের দায়িত্ব ছিলো পুরো জাতির ঐক্য ধরে রেখে রাষ্ট্র পুনর্গঠন করা কিন্তু সেটা না করে এভাবে কোটাব্যবস্থা চালুর মাধ্যমে জাতিকে বিভক্ত করে রাজনৈতিক ফায়দা লাভের সুযোগ সন্ধান করা দুঃখজনক। কোটার এমন সিদ্ধান্তে শহীদদের প্রকৃত চেতনাকে ভূলণ্ঠিত করে ছাত্র- জনতার জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা ও স্পিরিটকে ভুল পথে প্রভাবিত করা হচ্ছে।
এমত অবস্থায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা ধরে রাখতে ০৩ দফা দাবি জানাচ্ছে-
১. শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বৈষম্যমূলক কোটা অনতিবিলম্বে বাতিল করতে হবে।
২. ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের সুচিকিৎসা ও পূর্নবাসনের ব্যবস্থা করতে হবে।
৩. শহীদ পরিবারকে ০১(এক) কোটি টাকা এবং আহত পরিবারকে পুনর্বাসনের জন্য ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা এককালীন প্রদান করতে হবে।
আরও পড়ুনঃ কালিহাতীতে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন, দোষীদের বিচার দাবী
Leave a Reply