দিনাজপুর থেকে মো: ফজলুর রহমান: দিনাজপুরের চিরিরবন্দরে ইট ভাটায় মোবাইল কোর্ট জরিমানা ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চিরিরবন্দর উপজেলায় ইট ভাটায় মোবাইল কোর্ট জরিমানা ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরাকে স্মারকলিপি প্রদান করেছে বাংলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি চিরিরবন্দর উপজেলা শাখা।
মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে ও বিক্ষোভ কর্মসূচি শেষে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরাকে স্মারকলিপি প্রদান করেন। বিক্ষোভ সমাবেশ দিনাজপুর ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক, উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়েন উদ্দিন শাহ্ বলেন, আমরা সরকারের নিয়ম মেনে ইট ভাটা তৈরি করেছি আমাদেল লাইসেন্স দেয়া হয়োছিল। কিন্তু হঠাৎ করে সরকার লাইসেন্স নবায়ন দিতে ঝামেলা করেছে। আবার হাইকোর্ট থেকে লাইসেন্স না থাকা ইট ভাটা গুলো গুড়িয়ে দিচ্ছে আমরা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই দ্রুত সরকার অটো ইট ভাটা মত আমাদের কেও ৪০০ মিটারের মধ্যে লাইসেন্স দিয়েছে আমাদের ঝিক ঝাক ভাটা গুলোকেও ৪০০ মিটারের মধ্যে লাইসেন্স দ্রুত সময়ের মধ্যে সরকার দিবে এটায় আমাদের দাবি। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক
সেকেন্দার আলী ও ইট ভাটা মালিক সমিতির কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন শাহ্ প্রমুখ।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে বহুতল ভবনে আ.লীগ নেতার খোঁজে তল্লাশি নিয়ে হাতাহাতি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.