গৌরাঙ্গ বিশ্বাস, বিষেশ প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (ভিপি রফিক) ৪ মার্চ সন্ধ্যায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৩রা মার্চ ২০২৫ তারিখে উপজেলার মুলিয়া ও সাকরাইল গ্রামের কয়েকজন ব্যক্তির মধ্যে বিরোধ মীমাংসার জন্য আহূত গ্রাম সালিশ বৈঠকে দুই পক্ষের উত্তেজনার সৃষ্টি হয়।
এক পর্যায়ে অনাকাঙ্ক্ষিতভাবে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার ফলে বেশ কিছু দোকানপাটে লুটপাটের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অনেকেই আহত হন।
ভিপি রফিক বলেন, "কালিহাতী উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাই।"
তিনি আরও অভিযোগ করেন যে, বিএনপি কর্মীদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে অপপ্রচার চালানো হচ্ছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন: কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুর রহমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুল তৌহিদ,
উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন,
উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা ও যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন ও ইদ্রিস আলী,
কালিহাতী পৌর বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ মেম্বার ও যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন, বাংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতান গিয়াসসহ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে ভিপি রফিক বলেন, "বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং জনগণের অধিকার রক্ষায় দলীয়ভাবে সকল কার্যক্রম অব্যাহত রাখবো।"
সংবাদ সম্মেলনের শেষে তিনি সকল গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান এবং সঠিক তথ্য প্রচারে তাদের সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন রাজশাহী দুর্গাপুরে গলায় ফাঁসি দিয়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির আত্বহত্যা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.